কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিকদারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে চেয়ারম্যানের বাসভবনের তিনতলায় এ ককটেল বিস্ফোরণের ঘটায় তারা। এ সময় ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ে ওই তিনতলা ভবনের ভেতর।
ভবনের নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ভেঙে যায় ভবনের গ্লাস।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, ভোরে দুর্বৃত্তরা ভবনের তিনতলায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, বিষয়টি আগে কেউ জানায়নি। এখন শোনার পর ঘটনাস্থলে যাচ্ছি।