Home বানিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : বাণিজ্যমন্ত্রী
ডিসেম্বর ৭, ২০২৩

নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

শ্রম অধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য চাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) তথ্য জানতে চেয়েছে। আমরা উত্তর দিচ্ছি। আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো তৈরি পোশাক মালিক বাধার মুখে পড়েননি। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীতে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সচিব এ বিষয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। তাদের শ্রম আইন নিয়ে যেসব চাওয়া আছে সে বিষয়ে আমরা ফলোআপ করছি।

সব যে চূড়ান্ত করা হয়েছে তা নয়, কিছু কিছু বিষয় প্রক্রিয়াধীন। আমরা টাইম টু টাইম ফলোআপ করছি। আশা করি, যা যা চাওয়া আছে তা পূরণ হবে।
নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : বাণিজ্যমন্ত্রী
শ্রম অধিকারের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানাবে বাংলাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চারদিকে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। বিএনপি না এলেও তাদের অনেকেই দল ছেড়ে এসে যোগ দিয়েছেন। আশা করি, উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *