Home রাজনীতি এখন ভাগাভাগির নির্বাচন চলছে: রুহুল কবির রিজভী
ডিসেম্বর ৫, ২০২৩

এখন ভাগাভাগির নির্বাচন চলছে: রুহুল কবির রিজভী

এখন ভাগাভাগির নির্বাচন চলছে’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারে অনাচারের বিরুদ্ধে কথা বললেই—সেটা হয়ে যায় ষড়যন্ত্র। সারা দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই পরিস্থিতি আর চলতে পারে না।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানবাধিকার ক্রমাগত লঙ্ঘনের কারণে বিশ্বের বড় বড় সংস্থাগুলো রিপোর্ট করছে। এরপরেও সরকারের টনক নড়ছে না।

‘১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, প্রকৃতপক্ষেই এখন চলছে ভাগাভাগির নির্বাচন। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর ফলাফল ঘোষণা হবে মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *