অবরোধের সমর্থনে মিরপুরে জামায়াতের মিছিল
জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতসহ বিরোধীদলের ৯ম দফার টানা ৪৮ ঘন্টার (৩ ও ৪ ডিসেম্বর)কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির সমর্থনে আজ ২রা ডিসেম্বর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, *ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কাজিপাড়া বেগম রোকেয়া স্মরনী রাস্তায় অবরোধের সমর্থনে শ্লোগান দেয়।
সংগঠনের মহানগর মজলিসে শূরা সদস্য ডা. হাবিবের নেতৃত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান নুরুল আমীন, খুদরী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।