হিন্দিতে মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’
ভারতের বেনারসে গত মাসে শুরু হয় শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং। সিনেমাটির শুটিং শুরুর আগেই আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির প্রথম লটের শুটিং। গত মাসে ঢাকায় ফিরছেন কিং খান।
কথা ছিল ‘দরদ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং হবে দেশের বিভিন্ন জায়গায়। তবে সেটা আর হয়নি। যার ফলে নির্ধারিত তারিখে সিনেমাটির মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়। শঙ্কার মাঝেই সিনেমাটির নির্মাতা অনন্য মামুন জানালেন, নতুন বছরের ফেব্রুয়ারি মাসেরই মুক্তি পাবে ‘দরদ’।
তিনি আরও জানান, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে। এটা আমার আর শাকিব খানের প্ল্যানিং। দরদ একটা প্রপার বলিউড ছবি হতে যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে।’ অনন্য মামুন বলেন, ‘দরদ এত সহজ প্রজেক্ট নয়। এটি ১০ কোটি টাকার প্রজেক্ট।’
উল্লেখ্য, ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের। হিন্দি সিনেমার সোনাল চৌহান ‘দরদ’ সিনেমায় কিং খানের নায়িকা হয়েছেন। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে ‘জান্নাত’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পথচলা শুরু হয় তার। এতে আরও অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-র বিজয়ী জেসিয়া ইসলামও। এ ছাড়া বাংলাদেশ-কলকাতার একঝাঁক শিল্পী কাজ করছেন এ সিনেমায়।