Home নির্বাচন ময়মনসিংহ-২ গণপূর্ত প্রতিমন্ত্রীর মনোনয়ন পত্র দাখিল।
ডিসেম্বর ২, ২০২৩

ময়মনসিংহ-২ গণপূর্ত প্রতিমন্ত্রীর মনোনয়ন পত্র দাখিল।

হুমায়ুন কবির,ময়মনসিংহহ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৭,ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা ) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,
একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সংগ্রামী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,৫ বারের সাবেক এমপি মরহুম এম সামছুল হকের জ্যেষ্ঠ পুত্র গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার
(৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারাকান্দা ও ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এই সময় ফুলপুর তারাকান্দা দুই উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলায়
ভীড় করলে সেখানে এক উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্ত্বর।
এ সময় তার সাথে ফুলপুর ও তারাকান্দা উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,২০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
এর আগে সোমবার টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে ময়মনসিংহ প্রবেশকালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।পরে বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে তাকে তারাকান্দা ও ফুলপুর নিয়ে আসেন।
উল্লেখ্য,শরীফ আহমেদ এমপি বিগত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে ধারাবাহিকভাবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এবং প্রথমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।এবং তিনি নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির ব্রীজ-কালভার্ট নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন করে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *