Home বিনোদন অন্য এক মোশাররফ করিম
নভেম্বর ২৯, ২০২৩

অন্য এক মোশাররফ করিম

অভিনয়শিল্পী মোশাররফ করিম ও নির্মাতা গোলাম সোহরাব দোদুলের সম্পর্ক ২০০০ সাল থেকে। বন্ধুত্বের সূত্রে একসঙ্গে ঢাকার মগবাজারে দুজন আড্ডা দিতেন। দুজন গানও গাইতেন, সেই সূত্রে দুজনের আড্ডা জমত। এরপর মোশাররফ করিম অভিনয়ে আর দোদুল নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৬ সালে বাংলাভিশনে ‘মামা-ভাগ্নে’ নামে একটি ধারাবাহিকের মধ্য দিয়ে দুজন একসঙ্গে কাজ করেন। একক ও ধারাবাহিক মিলিয়ে এখন পর্যন্ত এই পরিচালকের ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবারই প্রথম দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করলেন। আট পর্বের এই সিরিজের নাম ‘মোবারকনামা’।

‘মোবারকনামা’ ওয়েব সিরিজের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন কলকাতায় সম্পাদনার কাজ চলছে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম, যাঁকে মোবারক চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এই পরিচালকের ‘টাকা তুমি কার’, ‘ভাগ্যরেখা’, ‘শহরে অন্ধকার’ নাটকেও দেখা গেছে মোশাররফ করিমকে। ‘মোবারকনামা’ ওয়েব সিরিজ প্রসঙ্গে দোদুল বললেন, ‘বছরখানেক আগে এই সিরিজের পরিকল্পনা হয়। শুরু থেকে মোশাররফকেই ভেবেছিলাম। এই গল্প নিয়ে দুজন গেল এক বছরে অনেক আলাপ করেছি। একদম শুরু থেকে আমার দৃষ্টিতে মোবারক মোশাররফ করিম।’

পরিচালক গোলাম সোহরাব দোদুল ও অভিনয়শিল্পী মোশাররফ করিম
পরিচালক গোলাম সোহরাব দোদুল ও অভিনয়শিল্পী মোশাররফ করিমছবি : পরিচালকের সৌজন্যে

কারণ হিসেবে দোদুল বললেন, ‘মোশাররফ করিমের ভেতরে একটা অন্য রকম মানুষ বাস করে। আমরা দেখি যে নাটকে সে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে। অভিনয় যেহেতু তার পেশা, তাকে বিভিন্ন ধরনের কাজ করতেই হয়। কিন্তু ভেতরগত জায়গা থেকে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। কখনো সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কিনা আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’

নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় মোশাররফ করিম
নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় মোশাররফ করিমছবি: হইচইয়ের সৌজন্যে

‘মোবারকনামা’ মুক্তি পাবে ওটিটি হইচইয়ে। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ। সিরিজটি নিয়ে কথা হয় মোশাররফ করিমের সঙ্গে। তিনি বললেন, ‘অভিনয়ের জায়গা থেকে দারুণ চরিত্র। গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তার পর থেকে নিজের সঙ্গে নিজের লড়াই চলে। চলে অন্তর্দ্বন্দ্ব। এরপর সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প। বেশ অন্য রকম লেগেছে।’

কলকাতায় আটকা পড়েছেন মোশাররফ করিম

ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র পরিচালক গোলাম সোহরাব দোদুল
ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র পরিচালক গোলাম সোহরাব দোদুলছবি : পরিচালকের সৌজন্যে

মোশাররফ জানালেন, একটা সিরিজ বা ওয়েব ফিল্মের ক্ষেত্রে শুটিংয়ের পরও তো অনেক যত্নের ব্যাপার থাকে। কালার, এডিট, মিউজিক—এসব চলছে। এরপর দেখা যাবে কেমন দাঁড়িয়েছে। কথায়–কথায় মোশাররফ করিম বললেন, ‘মোবারক চরিত্রটি তথাকথিত কোনো হিরো টাইপ চরিত্র নয়। সাধারণ মানুষ। তবে সে তার জগতে একদম আলাদা। ব্যক্তিগত জীবনে মোবারক খানিকটা অগোছালো হলেও পেশাগত জায়গায় সে পরিপূর্ণ দক্ষতার সঙ্গে কাজ করে। মোবারক ভূঁইয়া নামের চরিত্রটির নিজস্ব চিন্তা, আনন্দ-বেদনা থেকে শুরু করে জীবনের উত্থান–পতন এবং বিভিন্ন মানুষের প্রতি তার অভিনব প্রতিক্রিয়া—এই বিষয়গুলো চরিত্রের সঙ্গে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে।’

‘করিম নাম তেরো’: মোশাররফ করিমকে নিয়ে জয় গোস্বামী

নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় মোশাররফ করিম
নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য় মোশাররফ করিম ছবি:

‘মোবারকনামা’র গল্পে দেখা যাবে, পেশাগত জীবনে সফল ও সৎ একজন আইনজীবী মোবারক। ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় সব সময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেন, স্বেচ্ছায় অবসরে চলে যান। তারপর হঠাৎই চাঞ্চল্যকর একটি মামলা তাঁর সিদ্ধান্ত বদলে দেয়। অবসর থেকে ফিরে মোবারককে লড়তে হয় এক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। আড়ালে লুকিয়ে থাকা সত্য উন্মোচনে তাঁকে অসম যুদ্ধে নামতে হয়। বহুদিন পর আইনজীবীর বেশে হাজির হতে হয় আদালতে। তারপর কী ঘটে? এসব জানতে দেখতে হবে সিরিজটি।

‘মহানগর’ ওয়েব সিরিজের সাফল্যের পর মোশাররফ করিমের সঙ্গে নতুন কাজের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। জানানো হয়, ‘ওসি হারুন’ নয়; বরং তাঁকে এবার পাওয়া যাবে একেবারেই নতুনরূপে। ‘মোবারকনামা’ সিরিজে আইনজীবীর পোশাকে মোশাররফ করিমের চরিত্র দর্শকের জন্য নতুন চমক এনে দিতে যাচ্ছে বলে মনে করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। হইচইয়ে ২১ ডিসেম্বর এটির প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক দোদুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *