খুলনায় আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের অনুসারীরা। বিকালে খুলনা-যশোর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
মন্নুজান সুফিয়ান ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সর্বশেষ একাদশ সংসদে তিনি পুনরায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের জন্য প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। এস এম কামাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না দেওয়ায় বিকেলে বেগম মন্নুজানের সমর্থকেরা বিক্ষোভ রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। প্রতিমন্ত্রীর সমর্থকদের আরেকটি অংশ খুলনা-যশোর মহাসড়কের বিএল কলেজ এলাকায় বিক্ষোভ করেন।
এদিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের কার্যালয়ে মন্নুজানের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলের নেতা-কর্মীরা। খুলনা মহানগর ছাত্রলীগের উপগ্রন্থাগারবিষয়ক সম্পাদক মো. মিলন গণমাধ্যমকে বলেন, এস এম কামাল মনোনয়ন পাওয়ার ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে মাইক লাগিয়ে দোয়া মাহফিল করে বক্তব্য দেন। এরপর চলে মিষ্টি বিতরণ। এমন সময় বেগম মন্নুজানের সমর্থকেরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রশাসন তখন নীরব ভূমিকা পালন করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘কিছু সময় ধরে রাস্তা আটকে ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রাস্তা ক্লিয়ার করে ফেলেছি।’