কপাল খুলল সাঈদ খোকনের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।
দলের ভেতরে বাইরে নানা কারণে আলোচনায় থাকা এ নেতা ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বর্তমানে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য।
বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। অন্যদিকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।