Home রাজনীতি অবরোধের সমর্থনে মিরপুর কাজীপাড়ায় জামায়াতের মিছিল
নভেম্বর ২৫, ২০২৩

অবরোধের সমর্থনে মিরপুর কাজীপাড়ায় জামায়াতের মিছিল

৭ম দফা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানার উদ্যোগে এক প্রচার মিছিল আজ সন্ধ্যা ৫.৩০টায় অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি কাজিপাড়া বেগম রোকেয়া স্মরণীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংক্্ষিপ্ত পথ সভায় ডা.ফখরুদ্দিন মানিক বিরোধী দলের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকালের অবরোধ কর্মসূচি পালনের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান মহানগরী শুরা সদস্য আহসান হাবীব, থানা সেক্রেটারিবৃন্দ মুসআব মুহাইমিন,আশিকুর রহমান, আলী হোসেন, ও নুরুল আমীন, হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *