অবরোধের সমর্থনে পরীবাগে ছাত্রদলের মিছিল
বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধের সমর্থনে রাজধানীর পরীবাগ এলাকায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিল থেকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করা হয়।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে পরীবাগ মোড় থেকে ছাত্রদলের মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগে এসে শেষ হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
ছাত্রদলের মিছিলে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম ইজাজুল কবির, সহসভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায়, মাছুম বিল্লাহ, তরিকুল ইসলাম, আনিসুর রহমান খন্দকার, নাছির উদ্দিন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন প্রমুখ অংশ নেন।