ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩
রাজধানীর ডেমরায় পাইটি এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় আহত ২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চূ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহত তিনজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।