বিরোধী শিবিরের লোক ভিড়িয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না: গণতন্ত্র মঞ্চ
বর্তমান সরকার এতটাই জনবিচ্ছিন্ন যে বিরোধী শিবির থেকে অনৈতিকভাবে লোক ভিড়িয়ে শেষ রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। এভাবে সরকার শেষ রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের নেতারা।
আজ বুধবার দুপরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। ষষ্ঠ দফা অবরোধের সমর্থনে তাঁরা এই সমাবেশ করেন। সমাবেশের আগে রাজধানীর বিজয়নগর, পুরানা পল্টন ও প্রেসক্লাব এলাকায় মিছিল করেন।
নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে সরকার অভিযোগ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বিরোধীদলীয় নেতাদের গণগ্রেপ্তার করছে। সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হামলা চালিয়ে, বোমা ফাটিয়ে, আগুন জ্বালিয়ে এই সরকার আরও একটা একতরফা গৃহযুদ্ধ ঘোষণা করেছে। দেশকে যদি বাঁচাতে হয়, ভয়াবহ রক্তপাত এড়াতে হয়, তাহলে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শাসকেরা যখন শেষ রক্ষা করতে পারে না, তখন খড়কুটা ধরে তারা বাঁচার চেষ্টা করে। এভাবে সরকার শেষ রক্ষা করতে পারবে না।
সরকার ‘নীলনকশার’ নির্বাচনের ষড়যন্ত্র করেছে অভিযোগ করে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ওরা মানুষ কিনছে নির্বাচনে প্রার্থী করার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক তরিকুল হক বলেন, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত সরকার যতগুলো চিত্রনাট্য তৈরি করেছে, প্রতিটি তাদের মাধ্যমেই মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমানসহ আরও কয়েকজন বক্তব্য দেন।