Home নির্বাচন ঢাকাসহ দুই আসন থেকে আ.লীগের মনোনয়ন কিনলেন সিদ্দিক
নভেম্বর ২০, ২০২৩

ঢাকাসহ দুই আসন থেকে আ.লীগের মনোনয়ন কিনলেন সিদ্দিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্দিকুর রহমান জানান, অভিনয়ের পাশাপাশি আমি দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে জড়িত। অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা পেয়েছি। আরও কাছাকাছি থাকার ভাবনা থেকেই আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছি। মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেব।

সিদ্দিক জানান, দুইটা আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন-১৩০। এ সময় আমার সাথে এলাকাবাসী ছাড়াও আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন। সবার কাছে দোয়া চাই। কিছু করার সুযোগ চাই।

মানুষ আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করলেও বর্তমানে নেতা হিসেবে দেখতে চায় জানিয়ে সিদ্দিক বলেন, এক যুগের বেশি সময় ধরে পরিকল্পনা করছি নির্বাচন করার। এলাকার মানুষ আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করেন। একটা সময় বুঝতে পারি সবাই আমাকে নেতা হিসেবেও দেখতে চান। দীর্ঘ সময় আমি এলাকার মানুষের জন্য কাজ করছি।

অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। ১৯৯৯ সাল থেকে তিনি আরামবাগ থিয়েটারের কাজ করছেন। ২০০৫ সালে দীপংকর দীপনের ‘রৌদ্র ও রোদেলার কাব্য’ নাটকের ‘কাউসা সিদ্দিক’ চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান।

এর আগে গত জুলাই মাসে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি সিদ্দিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *