Home রাজনীতি রাজধানীতে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
নভেম্বর ২০, ২০২৩

রাজধানীতে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

হরতালের সমর্থনে আজ সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আজ দ্বিতীয় দিন।

আজ সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার ও দয়াগঞ্জে মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে ছয়টায় রাজধানীর কারওরান বাজার থেকে সোনারগাঁও মোড় ও সকাল সাড়ে সাতটায় দয়াগঞ্জ মোড়ে মিছিল হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহস্বেচ্ছাসেবক–বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন প্রমুখ।

আজ রাজধানীর বিজয়নগর পানির পাম্প (কালভার্ট রোডের সম্মুখ) থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে এ মিছিল হয়।

মিছিলে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় মিছিলে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান প্রমুখ।

হরতালের সমর্থনে আজ মিছিল করেছেন ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। তাঁরা মিছিলের সময় করা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *