Home রাজনীতি রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
নভেম্বর ২০, ২০২৩

রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। সোমবার দুপুরে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড়ে মিছিল করেন জোটের নেতাকর্মীরা।

তারা বলেন, ‘এই নির্বাচন দৃশ্যত আওয়ামী লীগের দলীয় নির্বাচন। এই নির্বাচনে  নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও খেলোয়াড়রা অংশ নিচ্ছে। তাই এই নির্বাচনকে দেশি-বিদেশি সবাই প্রত্যাখান করেছে। স্যাংশনের আওতায় থাকা আওয়ামী লীগের নেতারা এখন গোপনে মুচলেকা দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। আবার অনেকে বিদেশে পালাবার পথ খুঁজছেন। আওয়ামী লীগের আলামত ভাল নয়। তারা এখন দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র করছে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জোটের নেতা তমিজউদদীন টিটু,  সম্পাদক মেহেদী হাসান, ঢাকা মহানগর সভাপতি ফাহিম হোসেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *