Home সারাদেশ নতুন কারিকুলাম বাস্তবায়নে টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা 
নভেম্বর ১৯, ২০২৩

নতুন কারিকুলাম বাস্তবায়নে টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা 

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস্ কোম্পানী লিমিটেড পরিচালিত টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে নতুন কারিকুলাম নিবিড়ভাবে বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) নতুন কারিকুলাম সংক্রান্ত অপপ্রচার রোধে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অভিভাবকসহ বিটিসিএলে কর্মরত অভিভাবকদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি অবসরপ্রাপ্ত ডিএমডি (সিস্টেম ও চালান) প্রকৌশলী মাহবুব-ই-আলমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জিব কুমার ঘটক (ডিএমডি,কর্পোরেট এফেয়ার্স)। এসময় তিনি কারিকুলামের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিরোনামে অনুষ্ঠান বাস্তবায়নের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসিএলের কোম্পানী সচিব ডা. মো. আনোয়ার হোসেন মাসুদ। এসময় তিনি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ায় বিটিসিএল পরিচালিত প্রতিষ্ঠানসমূহের একীভূত হওয়ার বিষয়টিতে সন্তোষ প্রকাশ করেন এবং
এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন টি এন্ড টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরে আলম ছিদ্দিকী। তিনি বক্তব্যে সভার প্রতিপাদ্য বিষয়টিতে আলোকপাত করেন।
 সভাপতির বক্তব্যে মাহবুব-ই-আলম নব-প্রবর্তিত কারিকুলামের শতভাগ সুফল বয়ে আনতে শিক্ষার মূল চালিকা শক্তি শিক্ষকদেরকে সময় ও জ্ঞানের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার মানসিকতা সহ দক্ষতা উন্নয়নের উদাত্ত আহবান জানান। ২০২২খ্রি. থেকে চালু হওয়া বিটিসিএলের অভিভাবকদের সমাবেত হওয়া এবং মত বিনিময়ের এই ধারা বছরে অন্তত একবার করে হলেও অনাগত আগামীতে অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 নূরজাহান পান্না ও সবনম মুস্তারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিটিসিএল পরিচালিত মসজিদ ও মাদরাসাসমূহের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
 বিশেষায়িত এই সভায় উপস্থিত অতিথিবৃন্দ সহ অভিভাবকগণ উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠানটিকে অর্থবহ ও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর নিবিড় আত্মনিয়োগ ও তত্ত্বাবধানের বিষয়টি বক্তাদের আলোচনায় ওঠে আসে।
প্রসঙ্গত, ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস্ কোম্পানী লিমিটেড কর্তৃক ঢাকা মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়৷ যার মধ্যে অন্যতম হলো টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়৷ বিদ্যালয়টি ১৯৬৩ খ্রি. প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *