Home দেশ-বিদেশের যু্দ্ধ হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি প্রত্যাখ্যান করলো ইসরাইল
নভেম্বর ১৮, ২০২৩

হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি প্রত্যাখ্যান করলো ইসরাইল

হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরাইল।

কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মাঝে একটি বন্দিবিনিময় চুক্তির আলোচনা চলছিল। ওই চুক্তি অনুযায়ী হামাস ৫০ ইসরাইলি বন্দীকে মুক্তি দেয়ার, এবং ইসরাইলের পক্ষ থেকেও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেয়ার কথা ছিল।

শনিবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মাঝে যে বন্দী বিনিময় চুক্তির আলোচনা চলছিল, যা গতকাল শুক্রবার ইসরাইলি মন্ত্রিসভা প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি মন্ত্রিসভা এমন কোনো চুক্তিতে সম্মত হতে অস্বীকার করেছে যা পরিবারের সদস্যদের বিচ্ছেদ দেখতে পাবে। তবে ৭০ থেকে ৮০ জন বন্দীকে মুক্তির আলোচনা তারা এখনো বিবেচনাধীন রেখেছে।

নেসেট (ইসরাইলি মন্ত্রিসভা) দাবি করেছে যে- হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার আল-শিফা হাসপাতালে ইসরাইলের পদক্ষেপের ফলে আলোচনা বন্ধ করে দিয়েছেন।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কমপক্ষে ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারের বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজারেরও বেশি।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *