নাশকতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও বোমা বানানোর অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ীর রায়হান সুপারমার্কেটে অভিযান চালায়। এ সময় মার্কেটের ছাদ থেকে পেট্রলবোমা, ককটেল তৈরির সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন রুবেল (৩৩), মারুফ খান (২১), আল আমিন (২২) ও হৃদয় সরদার (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি, চাকু ইত্যাদি), ১০টি পেট্রলবোমা, ৪টি ককটেল, ৯০ গ্রাম গানপাউডার, আড়াই কেজি গাঁজা, একটি গাঁজা মাপার যন্ত্র, দুই লিটার পেট্রল, একটি মোটরসাইকেল ও তিনটি হেলমেট উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা নাশকতার উদ্দেশ্যে ছাদের ওপরে পেট্রলবোমা ও ককটেল তৈরি করছিলেন। যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু এবং সহসভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিলেন।
দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। গত ২৮ অক্টোবর থেকে পরবর্তী সময়ে হামলা, নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত অভিযোগে এ নিয়ে মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে তারা।