আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ।
মোট তিনটি আসনের জন্য বিশ্বসেরা এই অলরাউন্ডার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এই তিন আসন হলো- মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০।
রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য বিজিএমইএ-র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।
শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ, চলবে মঙ্গলবার পর্যন্ত।