Home সারাদেশ তফসিলকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে আনন্দ মিছিল
নভেম্বর ১৬, ২০২৩

তফসিলকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে আনন্দ মিছিল

মাসুম বিল্লাহ

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দুর্গাপুর পৌর শহরে এ   মিছিল বের করেন তারা।

উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক সহ অংগসংগঠনের শত শত নেতাকর্মীরা ওই মিছিলে অংশনেন।

নেতারা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তফসিল ঘোষণার পরপরই যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা এর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল  হয়।

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে পৌর শহরে মিছিল করে তাঁর নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *