তপশিল বয়কট করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বয়কট করে রাজধানীতে ফারুক হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় কিছু সময়ের জন্য পল্টন মোড় অবরোধ করে রাখেন তারা।
বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘আমরা এই নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তপশিল বয়কট করলাম। দেশের মানুষ এই তপশিল মানে না, মানবে না। এই আওয়ামী সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তারা এখন লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করছে। বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, কৃষক শ্রমিক কেউই রেহাই পাচ্ছে না।’
গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদ এই সরকার ও নির্বাচন কমিশনের দেওয়া অবৈধ তপশিল প্রত্যাখ্যান করলাম।’
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ‘এই সরকার এখন পুলিশ আর র্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকারের এই পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করবো না। আজকে আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধীদলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালাচ্ছে। কোনো আন্দোলনই সহ্য করতে পারছে না সরকার।’
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেতা অধ্যাপক মাহবুব হোসেন, এডভোকেট শিরিন আকতার, আরিফ বিল্লাহ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।