Home অপরাধ গুইমারা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট মূলে ০২(দুই) জন আসামি গ্রেফতার।
নভেম্বর ১৬, ২০২৩

গুইমারা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট মূলে ০২(দুই) জন আসামি গ্রেফতার।

তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং রামগড় সার্কেল ও গুইমারা থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে গুইমারা থানার চৌকস আভিযানিক দল সিআর মামলা নং-৫৬৮/২৩, ধারা-৩২৩/৩৮০/৪৩৬/৪২৭ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী মো: সোহাগ মিয়া(২১), পিতা-শাহ জাহান ভূইয়া, সাং-পশ্চিম বড়পিলাক, ০৬নং ওয়ার্ড, ০২নং হাফছড়ি ইউপি,  থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি ও সিআর মামলা নং-৪৬৭/২৩, ধারা-৪৪৭/৩২৩/৫০৬(২)পেনাল কোড এর  ওয়ারেন্টভুক্ত আসামী আলেক জান(৩০), পিতা-মৃত কদম আলী, সাং-হাতিমুড়া, ডাকঘর-গুইমারা, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি‘ দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *