গুইমারা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট মূলে ০২(দুই) জন আসামি গ্রেফতার।
তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং রামগড় সার্কেল ও গুইমারা থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে গুইমারা থানার চৌকস আভিযানিক দল সিআর মামলা নং-৫৬৮/২৩, ধারা-৩২৩/৩৮০/৪৩৬/৪২৭ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী মো: সোহাগ মিয়া(২১), পিতা-শাহ জাহান ভূইয়া, সাং-পশ্চিম বড়পিলাক, ০৬নং ওয়ার্ড, ০২নং হাফছড়ি ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি ও সিআর মামলা নং-৪৬৭/২৩, ধারা-৪৪৭/৩২৩/৫০৬(২)পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী আলেক জান(৩০), পিতা-মৃত কদম আলী, সাং-হাতিমুড়া, ডাকঘর-গুইমারা, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি‘ দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।