অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো ‘স্পষ্টভাবে সকল ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানাচ্ছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে আমরা তাদেরও বিরুদ্ধে।
ল্যাভরভ বলেন, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন, যেখানে ‘কয়েক ডজন মানুষ নিহত হয়েছে’।
ফিলিস্তিনি চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত আটজনকে হত্যা করেছে।