Home সারাদেশ দোয়া-মাহফিল অংশ না নিয়ে আমোদ-প্রমোদে জবি শিক্ষক সমিতি
নভেম্বর ১৫, ২০২৩

দোয়া-মাহফিল অংশ না নিয়ে আমোদ-প্রমোদে জবি শিক্ষক সমিতি

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত উপাচার্যের স্মরণে দোয়া মাহফিল চলাকালীন সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে আড্ডা -খাওয়া দাওয়া করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের বিরুদ্ধে।
আজ (বুধবার) দুপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে শোকসভা ও মসজিদে দোয়া-মাহফিল চলাকালীন সময়ে শিক্ষক লাউঞ্জে আমোদ-প্রমোদের এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা ও কেন্দ্রীয় মসজিদে সকাল থেকেই পবিত্র কোরআন খতম এবং বাদ জোহর বাদ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদে দোয়া-মাহফিল বাদ দিয়ে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে খাওয়া-দাওয়া এবং খোশগল্পের আয়োজন করেন শিক্ষক সমিতির নেতারা।
নাম না প্রকাশের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হকের মৃত্যুতে এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদের চলতি মাসের (২৬ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ পদের জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে শিক্ষক সমিতির নেতারা। এরই জন্য নিজেদের অনুগত কিছু সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করে যাচ্ছে।
অভিযোগ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিলো কিন্তু পরবর্তীতে আমরা সেটা স্থগিত করি। যেহেতু আমাদের সংবাদ সম্মেলনের জন্য খাবার অর্ডার দেওয়া ছিলো তাই সেগুলো সাংবাদিকদের দিয়েছিলাম। আমাদের শিক্ষকরা কেউ খায়নি।
এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *