Home বিনোদন সালমান নিলেন ১০০ কোটি, ক্যাটরিনা ১০ কোটি, ‘টাইগার থ্রি’ সিনেমায় আর কে কত নিলেন?
নভেম্বর ৯, ২০২৩

সালমান নিলেন ১০০ কোটি, ক্যাটরিনা ১০ কোটি, ‘টাইগার থ্রি’ সিনেমায় আর কে কত নিলেন?

সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবির অপেক্ষায় তাঁর ভক্তরা। এর আগে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সব ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। আর তাই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। কয়েক দিন পরই বড় পর্দায় মুক্তি পাবে সালমানের এই ছবি। ‘টাইগার থ্রি’ ছবিতে সালমান ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, রেবতী, আশুতোষ রানাসহ আরও অনেকে। মনীশ শর্মা পরিচালিত এই ছবির জন্য সালমান, ক্যাটরিনা, ইমরান ছাড়া বাকিরা কত পারিশ্রমিক নিয়েছেন, তা জেনে নেওয়া যাক।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ ছবির অগ্রিম বুকিং ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। অগ্রিম বুকিংয়ের দাপট দেখে সবাই ধরেই নিয়েছেন, ভাইজানের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। এই অ্যাকশন–থ্রিলারধর্মী ছবিটির ইতিমধ্যে ২ লাখ ২৭ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম বুকিংয়ে ‘টাইগার থ্রি’ এখন পর্যন্ত ৬ দশমিক ৪৮ কোটি আয় করে ফেলেছে।

সালমানের ‘টাইগার থ্রি’তে শাহরুখ–চমক

‘টাইগার–৩’ সিনেমার পোস্টার
‘টাইগার–৩’ সিনেমার পোস্টারফেসবুক থেকে

ক্যাটরিনা কাইফকে এই ছবিতে দেখা যাবে জোয়া হুমাইমি সিং রাঠোরের ভূমিকায়। মনীশের ছবিতে ক্যাটকে সালমানের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। তবে ‘টাইগার থ্রি’ ছবির জন্য এই বলিউড নায়িকা সালমানের থেকে অনেক কম পারিশ্রমিক পেয়েছেন। এই ছবির জন্য ক্যাটরিনা নিয়েছেন ১০ কোটি।

‘টাইগার ৩’–তে সালমানের সঙ্গে থাকছেন আরও দুই তারকা

‘টাইগার ৩’–তে সালমানের সঙ্গে থাকছেন আরও দুই তারকা

স্পাই ইউনিভার্সের এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকে। তাঁর অভিনীত চরিত্রের নাম আতীশ রেহমান। এই ছবিতে খলনায়ক হয়ে উঠতে তিনি নিয়েছেন সাত-আট কোটি।

ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকে
ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকেএক্স থেকে

‘টাইগার থ্রি’ ছবির ট্রেলারেই খলনায়কের ভূমিকায় সবার নজর কেড়েছেন ইমরান। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তথা পরিচালক রেবতীকে। এই ছবিতে র-এর প্রধান হয়ে উঠতে তিনি নিয়েছেন ৩৫ লাখ।

সালমানের ‘টাইগার থ্রি’তে শাহরুখ–চমক

কর্নেল সুনীল লুথরার চরিত্রে আসতে চলেছেন বলিউডের অত্যন্ত প্রভাবশালী অভিনেতা আশুতোষ রানা। এই ছবির জন্য তিনি দর হেঁকেছেন ৬০ লাখ। ‘টাইগার থ্রি’ ছবিতে গোপী আর্যর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা রণবীর শৌরী।

আশুতোষ রানা
আশুতোষ রানাইনস্টাগ্রাম

এই চরিত্রে অভিনয় করে তাঁর পকেটে গেছে ৫০ লাখ। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে অভিনেত্রী ঋদ্ধি ডোগরা দারুণভাবে চর্চায় উঠে এসেছিলেন। সালমানের এই ছবিতেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে ঋদ্ধির পারিশ্রমিকের অঙ্ক ৩০ লাখ। অভিনেতা বিশাল জেঠওয়া ‘টাইগার থ্রি’ ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ২০ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *