ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
তৈরি পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় আজ বুধবার ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
এর আগে গত সোমবার বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার চলমান অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে মোট ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জানানো হয়েছিল।
এদিকে র্যাব মিডিয়া সেল থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারা দেশে র্যাব ফোর্সেসের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।