Home রাজনীতি জাপার হাতে এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম কার্ড : বাবলা
নভেম্বর ৭, ২০২৩

জাপার হাতে এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম কার্ড : বাবলা

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হাতে ক্ষমতায় যাওয়ার টাম্পকার্ড বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পক্ষে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। বরাবরের মতো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে।

মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় মহিলা পার্টি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঢাকা-৪ এলাকায় সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা জানিয়ে বাবলা আরও বলেন, শ্যামপুর-কদমতলীবাসীর জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে এতটুকু বলতে পারি; আমি কারও অশান্তির কারণ হইনি। অনেকের উপকার না করতে পারলেও কখনো আমার দ্বারা কারও ক্ষতি হয়নি।
সমাবেশে নিজের জন্য লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বাবলা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ হবে নারী সমাজের ভোটে। আপনাদের লাঙ্গলে একটা ভোট জাতীয় পার্টিকে বিজয়ের বন্দরে পৌঁছে দিবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাপা নির্বাচনে অংশগ্রহণ করা না করা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিবেন। তিনি নির্দেশনা দিয়েছেন, নির্বাচনী কর্মকাণ্ড অব্যাহত করার জন্য। তার নির্দেশনা মেনে ঢাকা-৪ আসনে লাঙ্গলের প্রচার অব্যাহত রেখেছি।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা এম এ সোবাহান, শেখ মাসুক রহমান, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সুলতানা আহমেদ লিপি, বাবুল হোসেন মিন্টু ও সায়লা রহমান, পারুল আক্তার, রুবিনা আক্তার, শাম্মি আক্তার, ফরিদা ইয়াসমিন, মুক্তা বেগম, লাকি আক্তার, রিঝিয়া আক্তার, মুক্তা বিশ্বাস, পার্বতী রানী দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *