Home রাজনীতি ১০ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কার্যালয়ে
নভেম্বর ৭, ২০২৩

১০ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কার্যালয়ে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। পুলিশের সদস্যরা এখনো কার্যালয়ের সামনেই অবস্থান নিয়ে আছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এমন চিত্র দেখা গেল।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তালাও ঝুলছে ওই দিন থেকে। এ হিসাবে ১০ দিন ধরে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, আলামত সংগ্রহ করছে সিআইডি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের পাশাপাশি গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোহার তৈরি ১০টি ব্যারিকেড (রোড ব্লক) আনা হয়। সেগুলো এখনো কার্যালয়ের সামনে রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আরামবাগে আওয়ামী লীগের সমাবেশের কারণে ব্যারিকেডগুলো আনা হয়েছে। এগুলো সরিয়ে নেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ সদস্যদের অবস্থান। নয়াপল্টন, ঢাকা, ৭ অক্টোবর
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ সদস্যদের অবস্থান। নয়াপল্টন, ঢাকা, ৭ অক্টোবর ছবি:

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের কেউ দাঁড়িয়ে আছেন, আবার কেউ বসে বিশ্রাম নিচ্ছেন। উৎসুক লোকজন কার্যালয়ের আশপাশে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর চলে যাচ্ছেন।

বিএনপির নেতা–কর্মীদের কার্যালয়ের সামনে বা আশপাশে কোথাও দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *