Home অপরাধ সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ তারাকান্দা-ফুলপুর বিএনপির ১৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ তারাকান্দা-ফুলপুর বিএনপির ১৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় বিএনপির ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৭৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে।
অভিযোগে প্রকাশ, অবরোধ চলাকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ধলি নামকস্থানে মঙ্গলবার নাশকতা সৃষ্টির অভিযোগ এনে ফুলপুর থানার এসআই বকুল সাহা বাদি হয়ে ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান রোকনোজ্জামান,উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অপর দিকে একই সড়কের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর নামকস্থানে অবরোধ চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে তারাকান্দা থানার এস.আই মোঃ শামীম হোসাইন বাদি হয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,তারাকান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল হক মন্ডল,ছাত্রদল আহবায়ক আলমগীর হোসেন রকিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোতাহার হোসেন তালুকদার মোবাইল ফোনে বলেন বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন থেকে দূরে রাখতে মিথ্যা বানোয়াট গাইবি মামলা নেতা কর্মীদের নামে দেওয়া হচ্ছে। উক্ত মামলা গুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান ও গ্রেফতার কৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।