মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় যানটির খুব বেশি ক্ষতি হয়নি।
রোববার বিকাল ৩টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
চৈতালী নামের বিআরটিসির এ দ্বিতল বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত যাওয়া-আসা করত।
চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন বলেন, “আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বলল যে আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় বাঙলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না। বাসেও তখন কেউ ছিল না।”
আগুনে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে বলে জানান তিনি।
চৈতালী বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন ‘চৈতালী’ কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, “দুপুর দেড়টার ট্রিপ শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে যাওয়ার সময় বাঙলা কলেজের সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
“শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, “আমরা বিষয়টা জেনেছি। কারা এই কাজ করেছে, খতিয়ে দেখা হচ্ছে।”