বাগেহাটের শরণখোলায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের শরণখোলায়পুকুরে ডুবে লামিয়া আক্তার (১৭) এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব খাদা গ্রামে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের মৃত আলমগীর তালুকদারের মেয়ে।
জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর বাবা অনেকদিন আগে মৃত্যু হয়েছে। লামিয়া তার খালুর বাড়িতে থাকতো। তার খালু এক্সিডেন্ট করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি থাকায় বাড়ি পাহারা দেওয়ার জন্য নানী এবং লামিয়া গত দেড় মাস ধরে বাসায় ছিল।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য বুদ্ধিপ্রতিবন্ধীর লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।