Home সারাদেশ কয়রায় জাতীয় সমবায় দিবস পালিত।
নভেম্বর ৫, ২০২৩

কয়রায় জাতীয় সমবায় দিবস পালিত।

মোঃ বায়জিদ হোসেন।
কয়রা (খুলনা) প্রতিনিধি।
জাতীয় সমবায় দিবস আজ। প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী এবছর ৪ নভেম্বর (শনিবার) ৫২তম জাতীয় সমবায় দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ ঊনিশ বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তাহারি ধারাবাহিকতায় কয়রা
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’এই প্রতিপাদ্যে, দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে  এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ  হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। কয়রা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ তারিক-উজ জামাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার  সানা ও মহিলা ভাইস  চেয়ারম্যান নাসিম আলম, জনাব  মোঃ শাহাদাত  হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডঃ কেরামত আলী সহ আরো অনেকে।
এ সময় বিভিন্ন সমবায় সমিতির সকল সদস্য উপজেলা পরিষদের কর্মকর্তা  সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *