Home সারাদেশ সিএমপির ওসি পদে রদবদল
নভেম্বর ২, ২০২৩

সিএমপির ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪ থানার ওসি ও পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপ পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওসি পদে বদলি হওয়া থানা গুলো হচ্ছে-কোতোয়ালী, চান্দগাঁও, বাকলিয়া ও পতেঙ্গা।

জানা যায়- পুলিশ পরিদর্শক এস. এম ওবায়েদুল হককে নগরের গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানায় পদায়ন করা হয়েছে। আর কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে চান্দগাঁও থানার ওসি মোঃ খাইরুল ইসলামকে ডিবি-বন্দরে পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে। এছাড়া বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে পুলিশ পরিদর্শক হিসেবে সিটিএসবিতে বদলি করা হয়েছে, আর পতেঙ্গা থানার ওসি মোঃ আফতাব হোসেনকে বাকলিয়া থানায় ওসির পদে বদলি করা হয়েছে।

বিশেষ শাখা সিটিএসবির পুলিশ পরিদর্শক মোঃ কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। সিএমপির পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে সিটিএসবির পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *