Home সারাদেশ কয়রায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালীও আলোচনা সভা 
নভেম্বর ১, ২০২৩

কয়রায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালীও আলোচনা সভা 

মোঃ বায়জিদ হোসেন 
 কয়রা( খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  করা হয়েছে।বুধবার  সকাল  ১০ টায় যুব সংগঠক আল আমিন ফরহাদের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িক্ত) বি এম তারিক উজ-জামান। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান  এ্যাড: কমলেশ কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার   মো. শরিফুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্যাহ আল- মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িক্ত) বি এম তারিক উজ-জামান বলেন,মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক, তাই যুবদের কর্মসংস্থান ও উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সকলেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবতায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *