Home বানিজ্য সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি
নভেম্বর ১, ২০২৩

সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার।

এরই মধ্যে সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতিকেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতিকেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারে অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গত সোমবার বিদেশ থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

হিমাগারে আলুর সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *