চৌগাছায় বিএনপি-জামায়াতের ৪ নেতা আটক
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামসহ জামায়াত বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ও বুধবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চৌগাছা থানার পুলিশ।
আটককৃতদের অন্যরা হলেন, জামায়াত নেতা সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, যুবদল নেতা এম ইলিয়াচ আলী ও সাহেব আলী।
আটককৃতদের স্বজনরা জানিয়েছেন জহুরুল ইসলামকে ৩১ অক্টোবর মাগরিবের নামাজের পরে পাচনামনা মসজিদের সামনে থেকে এবং একইদিন দুপুরে ইলিয়াচ আলী ও সাহেব আলীকে তাদের নিজ বাসা থেকে আটক করে। ১ নভেম্বর দুপুরে জামায়াত নেতা আব্দুর রহমানকে তার শহরের বাসা থেকে আটক করে পুলিশ।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জারফিন বলেন, আটক উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামসহ তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং জামায়াত নেতা আব্দুর রহমানকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।