‘ইগো সব শেষ করে দেয়’
দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন ভারতের বাইরেও। প্রিয়াঙ্কা নিজের চেষ্টায় আজ এই জায়গায় পৌঁছেছেন। সম্প্রতি তিনি মামি চলচ্চিত্র উৎসবের জন্য মুম্বাইতে এসেছেন। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন প্রিয়াঙ্কা। মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ বা মামি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি তিনি সঞ্চালনা করেছিলেন। গত রোববার এই উৎসবের এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।
প্রিয়াঙ্কার সঙ্গে মামি চলচ্চিত্র উৎসবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর।
মুম্বাইয়ে তারার মেলা, ফারুকী-তিশা থেকে প্রিয়াঙ্কা, কে ছিলেন না
ভূমি অভিনেত্রী প্রিয়াঙ্কার কাছ থেকে চিত্রনাট্য নির্বাচনের প্রসঙ্গে জানতে চাইলে দেশি গার্ল বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমার চিত্রনাট্য নির্বাচনের প্রক্রিয়া বদলেছে। কখনো কখনো ভালো ছবি নিজের থেকেই আমার কাছে এসেছে। আবার অনেক সময় আমি নিজে ভালো ছবির সঙ্গে যুক্ত হতে চেয়েছি। এ জন্য অডিশন দিয়েছি। একবার তো নিজের পছন্দের প্রকল্পের জন্য তিন রাউন্ড অডিশন দিয়েছিলাম। এই প্রকল্পের ব্যাপারে কোথাও একটা শুনেছিলাম। তার পর থেকে এই ছবিতে কাজ করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আমি এই প্রকল্পের নির্মাতাকে সরাসরি ফোন করে বলেছিলাম, অডিশন দিতে চাই। তিনবার অডিশনের পর ছবিটিতে সুযোগ পেয়েছিলাম।’
দীর্ঘদিনের সফল ক্যারিয়ার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘ইগো সবকিছুকে শেষ করে দেয়। যেকোনো ক্ষেত্রে সফলতা পেতে হলে কঠিন পরিশ্রম, নম্রতা আর চারিত্রিক দৃঢ়তার প্রয়োজন।’ সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেছেন, ‘স্বপ্ন পূরণের জন্য কখনো নিজের ভেতর অহংকারকে আসতে দিইনি। সব সময় অন্যকে সাহায্য করার কথা মাথায় রাখতে হবে। কারণ, যেসব মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন, শুধু তাঁরাই অন্যকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেন।’
বেশ কিছুদিন হয়ে গেছে, প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যায়নি। ভক্তরা মুখিয়ে আছেন কবে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি মুক্তি পাবে বলিউডে। বলিউড বা ভারতীয় ছবিতে কাজ করা নিয়ে এবার কোনো কথা বলেননি। তবে ভালো চরিত্র পেলে তিনি যে তা ফেরাবেন না, তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে সংসার করছেন এ অভিনেত্রী। মালতী নামের এক সন্তান রয়েছে প্রিয়াঙ্কা-নিকের সংসারে। বর্তমানে বেশ কয়েকটি হলিউড প্রজেক্ট রয়েছে প্রিয়াঙ্কার হাতে।