রাজধানীর মুগদায় বাসে আগুন, সন্দেহভাজন একজনকে আটক
তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে বেলা ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
অবরোধের দ্বিতীয় দিন ভোরে সাভারে বাসে আগুন, আটক ২
রাফি আল ফারুক জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।