৪৩ বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ
অবৈধ ভাবে পাচারকালে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত পশ্চিম সিকদাখীলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
আজ দুপুরে রামগড় জোন অধিনস্ত হেয়াকো বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত পশ্চিম সিকদাখীল নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন ১২৮.৬৬ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত গোল কাঠ নিকটস্থ কাস্টমসে জমা করা হয়েছে।
অধিনস্ত এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোন ধরনের অপরাধ কর্মকান্ড প্রতিরোধের পাশাপাশি মাদক চোরাচালান বন্ধ ও বনজ সম্পদ রক্ষায় বিজিবির এমন অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।