Home অপরাধ রাজধানীর কদমতলীতে বাসে আগুন
অক্টোবর ৩১, ২০২৩

রাজধানীর কদমতলীতে বাসে আগুন

বিএনপির অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার ঢাকার কদমতলী এলাকায় বোরাক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে সাতটার দিকে এ আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সকাল থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীও।

চট্টগ্রাম নগরে দুটি বাসে আগুন

এ অবরোধের আগের দিন গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রামে দুটি ও গাজীপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটেছে। এ ছাড়া আজ সকালে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *