Home রাজনীতি মাতুয়াইলে বিএনপি-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
অক্টোবর ৩১, ২০২৩

মাতুয়াইলে বিএনপি-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

রাজধানীর মাতুয়াইলে চলছে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এরইমধ্যে বিস্ফোরিত হয়েছে কয়েকটি ককটেল। এতে ডেমরা থানার তদন্ত পরিদর্শকসহ আহত তিন পুলিশ সদস্য। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যা্ওয়া হয়েছে পুলিশ সদস্যদের। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেল বিস্ফোরণ করে। এর মধ্যে আমাদের সামনেই ৪-৫টা পড়ে। এ ঘটনায় আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল শেষে সেদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক টানা অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ঘোষণার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *