Home অপরাধ দুর্বৃত্তকারীদের হামলার শিকার জবির লাল বাস 
অক্টোবর ৩১, ২০২৩

দুর্বৃত্তকারীদের হামলার শিকার জবির লাল বাস 

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) শিক্ষার্থীদের বহনকারী স্বপ্নচূড়া বাস হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে আসার পথে আনুমানিক সকাল ৮:১০ মিনিটে বাসটি গেন্ডারিয়া এলাকায় হামলার শিকার হয়।
অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ইটের আঘাতে বাসের বেশ কিছু জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ কোন শিক্ষার্থী আহত না হলেও তাৎক্ষণিকভাবে সকলের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
স্বপ্নচূড়া বাসে যাতায়াতকারী শিক্ষার্থী সেফান বলেন, “জুরাইন পার হয়ে গেন্ডারিয়া স্টেশনের দিকে আসলে ১০-১৫ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাসে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা বাসে ১০-১২ জন স্টুডেন্ট ছিলাম। সবাই নিচের তলায় ছিলাম তাই কারো কোন ক্ষতি হয় নাই। ওপরের তলায় পেছনের দিকে তিনটা গ্লাস ভেঙ্গে গেছে।”
স্বপ্নচূড়া বাসের চালক মুজিব বলেন, “প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ চুনকা পাঠাগার থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে আসছিলাম। আনুমানিক সকাল সোয়া আটটার দিকে গেন্ডারিয়া স্টেশনের কাছে আসলে রাস্তায় ১২/১৫ জনের মতো লোককে আগুন জ্বালাতে দেখি। ঘটনা খারাপ হতে পারে এমন ভেবে দ্রুত বাস টান দেই। পরে সেই আগুন্তক ব্যক্তিগণ বাসের উপরের তলায় ইট মারে, বাসের জানালা ও পেছনের তিনটা গ্লাস ভেঙে দেয়।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “আমি এই বিষয়ে শুনেছি তবে এখনো কোন শিক্ষার্থী বা অন্য কারো পক্ষে থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি ৷ ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।”
প্রসঙ্গত, এক দফা দাবি আদায়ে দেশব্যাপী বিরোধীদলগুলো তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *