Home সারাদেশ ইশরাককে না পেয়ে তার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
অক্টোবর ২৯, ২০২৩

ইশরাককে না পেয়ে তার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় তার গাড়ি চালক রাজিবকেও তুলে নেওয়া হয়। রোববার (২৯ অক্টোবর) দুপুরে গুলশানের বাসা থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাক হোসেনের মা ইশমত আরা।

ইশমত আরা জানান, দুপুর আনুমানিক ১১টার দিকে তার বাসায় সাদা পোশাকধারী একদল লোক এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ইশরাক হোসেনের খোঁজ করতে বাসায় তল্লাশি চালায়। গুলশান থানা পুলিশের একটি টিমও তল্লাশিতে অংশ নেন বলেও জানান তিনি। এ সময় পুরো বাসা তন্নতন্ন করে খুঁজে বিএনপি নেতা ইশরাক হোসেনকে কোথাও না পেয়ে অবশেষে তার ছোট ভাই ইশফাক হোসেনকে সঙ্গে নিয়ে যায় তারা।’

এ সময় তিনি বলেন, ‘আমার ছোট ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং তার নামে কোনো ধরনের মামলা বা অভিযোগও নেই কোথাও।’ তারপরও তাকে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে তার ছোট ছেলেকে অচিরেই বাসায় ফিরিয়ে আনার প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত, ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *