তারাকান্দায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল : গ্রেফতার-২
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি:
বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তা পিকিটিং করেছে বিএনপি নেতৃবৃন্দ। রবিবার সকাল ৯ দিকে উপজেলার নতুন বাজার মোড ও উত্তর বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
পিকেটিংয়ে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,আসাদুল হক মন্ডল,মোখলেছুর রহমান আকন্দ,
রাকিব তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল,আশরাফুল আলম,আব্দুল মান্নান মেম্বার,যুবদলের নেতা আবুল কালাম আজাদ,আজহারুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,যুগ্ম আহবায়ক এইচ.এম জুয়েল,মোবারক খান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,যুগ্ম আহবায়ক ফজলুল হক,শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমূখ। তবে দূরপাল্লার বাস চলাচল করতে দেখাযায়নি। পিকেটিংয়ের সময় উত্তর বাজার থেকে তারাকান্দা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলু ও রাতে গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাড়ি থেকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।