ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর সোহেল হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারী গ্রেফতার।
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ইং ২৭/১০/২০২৩ তারিখ রাত ১৯.৩০ ঘটিকায় ভিকটিম সোহেল মিয়াকে ঈশ্বরগঞ্জ থানাধীন কুর্শিপাড়া গ্রামে জনৈক মোঃ আশরাফুল আলম ওরফে সোহেল এর বাড়ীর সামনে (দক্ষিণ পাশে) অনুমান ১০০ গজ দূরে কাঁচা মাটিয়া নদীর পাড়ে কৌশলে ডেকে নিয়ে যায়। উক্ত স্থানে ডেকে নিয়ে গিয়ে একই তারিখ রাত ২০.০০ ঘটিকায় সোহেল মিয়ার ঘাড়ের পেছনে দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আঘাত করতঃ হত্যা করে।এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা নং-২৫, তারিখ-২৮/১০/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোজাম্মেল হক সংগীয় এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম ধারাবাহিকভাবে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকারীকে গত ইং ২৮/১০/২০২৩ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন শিমুলতলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে।উক্ত আসামীকে অদ্য ইং ২৯/১০/২০২৩ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট” ৪নং আমলী আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীর নাম ঠিকানাঃ১। মোঃ কাজী রায়হান (২২),পিতা-মোঃ কাজী খোকন,মাতা-মোছাঃ মিনা খাতুন ওরফে খয়েরুন নাহার,সাং-কুমড়া শ্বাসন, ইউপি-মাইজবাগ, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ।ভিকটিমের নাম ঠিকানাঃ১। সোহেল মিয়া (২৪),পিতা-মৃত জসিম উদ্দিন
মাতা-জমিলা খাতুন,সাং-মাইজবাগ,থানা-ঈশ্ বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ।