Home রাজনীতি হরতালের সমর্থনে মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ
অক্টোবর ২৯, ২০২৩

হরতালের সমর্থনে মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ

‘ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে’ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এসময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বর হামলা অগুণতি নেতাকর্মী-সমর্থক আহত ও গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।

গ্রেফতার, হামলা, মামলা করে জনগণের আন্দোলন দমানো যাবে না। জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। সরকারকে পদত্যাগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *