Home সারাদেশ নড়াইলে খাল থেকে কুমির উদ্ধার
অক্টোবর ২৮, ২০২৩

নড়াইলে খাল থেকে কুমির উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রাম-তেলকাড়া খালে বিচরণকারী একটি কুমির উদ্ধার করেছে গ্রামের যুবকরা। শনিবার সকালে এটি উদ্ধার করা হয়। পরে বিকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর ওই গ্রামের লোকজন মাইগ্রাম-তেলকাড়া খালে দুটি কুমিরের উপস্থিতি লক্ষ্য করেন। এরপর গত ২৩ অক্টোবর কুমিরের বিচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ মো. হাসান খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি কুমির বিচরণের ভিডিও ধারণ করে বন বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি। কিন্তু শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমির উদ্ধারে সময়ক্ষেপণ করেন। এরই মধ্যে ওই এলাকার যুবকরা খালের কুমির ধরার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই খালের দাসপাড়া এলাকায় মাইগ্রামের ইয়ামিন চৌধুরী, শান্তর নেতৃত্বে সাত-আট জন যুবক দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে কৌশলে একটি কুমিরকে ধরে ফেলে। ধরার সময় কুমিরটি খালের পাড়ে রোদ্দুর পোহাচ্ছিল।

পরবর্তীতে বিকালে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যায়।

খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের বনপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী জানান, নড়াইলের লোহাগড়ায় খালে উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা। এ প্রজাতির কুমির বিলুপ্তপ্রায়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে কুমিরটি সুবিধাজনক স্থানে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *