Home সারাদেশ ময়মনসিংহে বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অক্টোবর ২৮, ২০২৩

ময়মনসিংহে বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয় ভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলার বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের সভাক্ষে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট’স এসোসিয়েশন (ডুহ্সা)।এসময় ২০ জন বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এতে অনুষ্ঠান উদযাপন উপকমিটির আহ্বায়ক শরিফুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন মিলনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রাশেদুল ইসলাম, মো. জাকিরুল ইসলাম, অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব রায়হান,আরো বক্তব্য রাখেন বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু রায়হান, পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আরিফ রাব্বানী, ধুরাইল জাফরারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াসিন, গোজাকুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক প্রমুখ।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল উপজেলার ধুরাইল ইউনিয়নের চারটি দাখিল মাদ্রাসা ও দুইটি উচ্চ বিদ্যালয়ে দুই ক্যাটাগরিতে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রায় পাঁচ শতাদিক শিক্ষার্থীরা অংশ নেয়।প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা কুইজ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
পরে আজ বৃহস্পতিবার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় আরো উপিস্থত ছিলেন, ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুহ্সা)র সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন পলাশ, হেলাল উদ্দিন, ধুরাইল মল্লিকা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *