বিএনপির হরতাল প্রতিরোধের ঘোষণা দিলেন মেয়র তাপস
নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলটির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেন তিনি।
মেয়র তাপস বলেন, বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে৷ আমরা এ হরতাল মানি না৷ আমরা রাজপথে থেকে এ হরতাল প্রতিরোধ করবো।
পূর্বঘোষিত ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করে বিএনপি। সেখান থেকে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের।